1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

প্রথম ইনিংসের লিড শ্রীলঙ্কাকে চালকের আসনে রেখেছে সিলেট টেস্টে। দ্বিতীয় দিন শেষে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে। ৫ উইকেট হাতে রেখে ২১১ রান লিড নিয়ে স্বস্তিতেই রয়েছে অতিথিরা। 

দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। ধানাঞ্জায়া ডি সিলভা ৪১ বলে ২৩ ও ভিশ্ব ফার্নান্দো ১৯ বলে ২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৮৮ রানে।

৩ উইকেটে ৩২ রান নিয়ে খেলতে নেমে শনিবার আর ১৫৬ রান করতে পেরেছে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম।

আর কেউ ত্রিশ রানও করতে পারেননি।

পরে শ্রীলঙ্কা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামলে প্রথম বলেই দিমুথ কারুনারাত্নেকে রান আউটের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। পরে কারুনারাত্নেই খেলেন ৫২ রানের ইনিংস। দিনের শেষ দিকে আউট হন তিনি।

এছাড়া বেশিক্ষণ টিকতে পারেননি নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমালরা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD