1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

আগুন লেগে চলন্ত অটোরিক্সায় চালকের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজের দক্ষিণ পাশে হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ডাম্পার পিকাপের ধাক্কা লেগে চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়। নিহত চালকের নাম মোঃ ছবুর বলে জানা গেছে।

 

সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

এতে অটোরিকশাই থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এসময় অটোরিকশায় থাকা এক মহিলা যাত্রী সামনে ছিটকে পড়ে বেচেঁ গেলেও চালক আগুনে পুড়ে মারা যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টায় পটিয়াঅভিমুখী সিএসজিচালিত অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় দোহাজারী পুলিশ বক্সের দায়িত্বরতদের ধাওয়া খেলে দ্রুত উল্টোপথে ফিরে যেতে গিয়ে পিছন দিক থেকে আসা বালুবর্তী একটি ট্রাকের (চট্ট মেট্টো শ-১১-৩৪৪১) সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাই থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এসময় অটোরিকশায় থাকা এক মহিলা যাত্রী সামনে ছিটকে পড়ে বেচেঁ গেলেও চালক আগুনে পুড়ে মারা যায়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD