1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ট্রেনের টিকিট: ওয়েবসাইটে আধা ঘণ্টায় সাইটে হিট হয়েছে ৬৫ লাখ বার, আর বিক্রি হয়েছে ৯০ শতাংশ টিকিট

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

ট্রেনের ঈদযাত্রার চলছে আগাম টিকিট বিক্রি। সোমবার (২৫ মার্চ) দেয়া হচ্ছে ৪ এপ্রিলের টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। এদিন দেয়া হচ্ছে ৩৩ হাজার টিকিট। আজ বিক্রি শুরুর প্রথম আধা ঘণ্টায় সাইটে হিট হয়েছে ৬৫ লাখ বার, আর বিক্রি হয়েছে ৯০ শতাংশ টিকিট।

এদিন পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছিলো ১৬ হাজার টিকেট। সোমবার আটটায় সার্ভার খুলতেই নিমিষেই শেষ হয়ে যায় ১৪ হাজার টিকিট।

 

দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয় ৩ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি। আজ দ্বিতীয় দিনের মতো বিক্রি হচ্ছে ৪ এপ্রিলের টিকিট। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় রেল স্টেশনগুলোতে নেই ভিড়। তবে কেউ কেউ জটিলতায় পড়ে আসেন কমলাপুর রেল স্টেশনে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD