1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
২১শে রজব, ১৪৪৬ হিজরি

দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টেস্ট দিয়ে দলে ফিরছেন সাকিব আল হাসান। ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকেও।

সবশেষ ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন সাকিব। এরপর ইনজুরি ও নানা কারণেই টেস্টে দেখা যায়নি তাকে। শ্রীলংকার বিপক্ষে পুরো সিরিজেও থাকছেন না, এমনটাই জানা গিয়েছিল সিরিজ শুরুর আগে। টি-২০ ও ওয়ানডেতে না থাকলেও টেস্টে ফেরার আভাস দিয়েছিলেন প্রথম টেস্ট চলার সময়েই। অবশেষে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সাকিব।

সাকিবের স্কোয়াডে ফেরায় প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। পেসার মুশফিক হাসানের পরিবর্তে স্কোয়াডে ঢুকেছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হাসান মাহমুদ।

সিলেটে ৩২৮ রানের বিশাল ব্যবধানে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলংকা। আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ স্কোয়াড– নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাইম ইসলাম, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD