1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

অচলায়তন ভাঙ্গছে সৌদি আরব। নারীদের প্রতি দৃষ্টিভঙ্গী বদলাচ্ছে কট্টরপন্থী এই ইসলামী দেশটি। সংস্কার কর্মসূচির আওতায় এবার আরকেটি বড় পদক্ষেপ নিলো সৌদি সরকার। দেশটি থেকে নারীরা এখন থেকে সুন্দরী প্রতিযোগিতার আসরে নাম লেখাতে পারবেন। অংশ নিতে পারবেন সুন্দরীদের ক্যাটওয়াকেও। 

বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছেন সৌদি নারী  রুমি আলকাহতানি। এর আগে কোন সৌদি তরুণী এই আসরে অংশগ্রহণ করেননি। দ্য খালিজ টাইমস এবং এবিসি নিউজ জানিয়েছে, মিস ইউনিভার্স আসরে এবারই আনুষ্ঠানিকভাবে নাম লেখাচ্ছে সৌদি আরব

 

অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি রয়েছে রুমি আলকাহতানির।

ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আলকাহতানির ফলোয়ার ১০ লাখ।

সোমবার (২৫ মার্চ) মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়। রক্ষণশীল সৌদি আরব থেকে প্রথম প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েন এই তরুণী।

ইনস্টাগ্রামে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে আলকাহতানি বলেন, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এর মধ্য দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। ’

পোস্টের সঙ্গে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরে ছিলেন।

এবারই প্রথম নয়, এর আগেও কয়েকটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আলকাহতানি। সর্বশেষ কয়েক সপ্তাহ আগেও তিনি মালয়েশিয়ায় মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD