1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

অ্যাসিড মারার হুমকির অভিযোগে নায়িকা পলির বিরুদ্ধে জিডি

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
নব্বই দশকের চিত্রনায়িকা পলি। বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে আছেন তিনি। সম্প্রতি পলি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন। বর্তমানে ব্যস্ত আছেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। প্রথমবারের মতো নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন তিনি।

 পলির বিরুদ্ধে অ্যাসিড মারার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার। রাজধানীর বনানী থানায় পলির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ১৪৯৮।

 

সাধারণ ডায়েরিতে জেনিফার উল্লেখ করেন, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনুমানিক ৭ ঘটিকার সময় বিবাদী চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি একজন অপরিচিত লোকসহ আমার বনানী থানাধীন বাসায় এসে ড্রইং রুমে ঢুকে আমার ২ জন অতিথি মো. ওসমান গনি বাপ্পি এবং মুরাদ চৌধুরীর সামনে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ ভয়ভীতি হুমকি প্রদর্শন করে এবং আমাকে জানে মেরে ফেলাসহ অ্যাসিড মারবে বলে হুমকি দেয়। এর তিন-চার দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে একই রকম হুমকি দেয়।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি পলির। এ অভিনেত্রী বলেন, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন একটি অভিযোগ। এর কোনো সত্যতা নেই। সামনে আমার শিল্পী সমিতির ইলেকশন। আমি সেখানে অংশগ্রহণ করছি। তাই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে, আমাকে হ্যারাজ ও মেন্টাল টর্চার করার জন্য এ ধরনের অভিযোগ আনা হয়েছে। ইন্ডাস্ট্রিতে আমার যারা সিনিয়র আছেন, তারা বিষয়টি দেখছেন। তারাই এ বিষয়ে মতামত দেবেন।’

 

২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে পলির। এরপর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD