1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

প্রতিটা নিঃশ্বাসে তোমায় খুঁজছি মা: পূজা চেরী

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের উদ্দেশে লেখা খোলা চিঠিতে পূজা বলেন, ‌‘কখনও মুখ ফুটে বলতে পারিনি মামণি, কতটা ভালোবাসি তোমায়। ২টা দিন চলে গেল, মনে হচ্ছে দুই যুগ তুমি নেই মা। যতবারই নিঃশ্বাস নিচ্ছি প্রতিটা নিঃশ্বাস যেন খুঁজছে তোমায়। আমার চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে। একটিবার এসো মা। না হলে পরের জন্মে কিন্তু তোমার মা হয়ে আমি আসব, পরে কিন্তু অনেক বকা দিব।’

 

তিনি আরও লেখেন, ‘মা, মাগো, রাতে যখন বালিশের সাথে মাথাটা ছোঁয়ালাম তখন মনে হচ্ছিল—ইশসসস আর কেউ না দেখুক আমি যদি সবসময় তোমাকে দেখতে পারতাম। অন্তত কেউ কিছু বললে তোমার কাছে বিচার দিতে পারতাম। আমি তো তোমাকে দেখতে পারছি না মা, তুমি তো দেখছ। শুধু আমায় পথ দেখিয়ে দিও। তুমি মনে হয় বুঝতে পারছ কি বলছি আমি। ঠিক আছে? ভালো থেকো।’

গত রোববার (২৪ মার্চ) মারা যান পূজার মা। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজার মা। কয়েক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিউতে রাখা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় আনা হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD