আইপিএলের ১০ দলের জার্সির রং এমনিতেই আলাদা। আবার বিশেষ দুটি রংয়ের টুপিও থাকে এখানে । কথা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ নিয়ে। টুর্নামেন্টিতে খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রাহককে অরেঞ্জ ক্যাপ আর বেশি উইকেট শিকারির মাথায় পার্পেল ক্যাপ দেওয়া হয়।
বিকল্প হিসেবে দলে ভিড়লেও এবারের আইপিএলের চলতি আসরের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। চেন্নাইয়ের জার্সিতে অভিষেকের ম্যাচেই বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে দিয়েছেন সামর্থ্যের প্রমাণ, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার আইপিএলের পার্পল ক্যাপ নিজের দখলে নিলেন এই বাঁহাতি পেসার।
আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। আর চলতি আসরে এখন পর্যন্ত হওয়া পাঁচটি ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে সবার ওপরে মুস্তাফিজ। প্রথম ম্যাচেই ২৯ রান খরচায় তিনি চার উইকেট নিয়েছেন।
দুইয়ে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহ। গুজরাটের বিপক্ষে ১৪ রান খরচায় তিন উইকেট নিয়েছেন তিনি। তিনে আছেন সানরাইজার্স হায়দরাবাদের থাঙ্গারাসু নাটরাজন। তিনিও প্রথম ম্যাচে ৩২ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। সমান তিন উইকেট নিয়ে চারে কলকাতার হারশিত রানা ও দুই উইকেট নিয়ে পাঁচে কুলদীপ যাদব।
অন্যদিকে, ব্যাটিংয়ে ৮২ রান করে সবার ওপরে আছেন রাজস্থান রয়্যালসের সানজু স্যামসন। দুইয়ে আছেন কলকাতার আন্দ্রে রাসেল। ৬৪ রান করেছেন তিনি। সমান ৬৪ রান করে তিনে লখনৌর নিকোলাস পুরান। আর সমান ৬৩ রান নিয়ে চারে হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন ও পাঁচে অবস্থান পাঞ্জাবের স্যাম কারানের।
ইপিএলে এই দুটি ক্যাপের প্রচলন রাখা হয়েছে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহককে বিশেষভাবে সামনে তুলে ধরার জন্য। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা এই ক্যাপ দুটি দখলে রাখতে পারবেন, তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি।