রোদেলা জান্নাতকে দেখা গেল সৌদি আরবের বিঙ্গাপনচিত্রে। দীর্ঘদিন মিডিয়ার বাহিরে থাকলেও হঠাৎ অ্যারাবিয়ান বিঙ্গাপনে দেখা গেল মডেল ও অভিনেত্রী রোদেলা জান্নাতকে। সংবাদ উপস্থাপিকা হিসাবে মিডিয়া পথ চলা রোদেলার এরপর চলচ্চিত্রে পাড়ায়, রোদেলা শাকিব খানের বিপরীতে ‘ শাহেনশাহ ‘ ছবিতে নায়িকা হিসেবে কাষ্ট হয় এবং শাহেনশাহ ছবিতে অভিনয় করে, এরপর তাকে আর কোন ছবিতে দেখা যায়নি।
সম্প্রতি আরব আমিরাতে সৌদি আরবের একটি বিঙ্গাপনে দেখা গেল রোদেলাকে। একটি মোবাইল ওয়ালেটর অ্যাপের বিঙ্গাপনে অংশ নেন রোদেলা, বিঙ্গাপন প্রডাকশন মেম্বার হচ্ছেন ভারত, ফিলিপাইন। বর্তমানে রোদেলা জান্নাত আমিরাতে স্বামীর সাথে বসবাস করছেন।