রাজীব গান্ধী স্টেডিয়াম নতুন ইতিহাস গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানের সংগ্রহ পেয়েছে দলটি। এতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ল হায়দরাবাদ।
ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় হায়দরাবাদ। ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে স্বাগতিকরা। পাওয়ার প্লে তে এক উইকেটে ৮১ রান তোলে দলটি। যা আইপিএলে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ।
এরপর আইপিএলের ইতিহাস বদলে দেয় দলটির বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও হেনরিক ক্লাসেনের ফিফটিতে ২০ ওভারে তিন উইকেটে রেকর্ড সংগ্রহ পায় দলটি। সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন ক্লাসেন। ৩৪ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
এর আগে ২৪ বলের মোকাবেলায় নয় চার ও তিন ছক্কায় ৬২ রান করেন হেড। তিন নম্বরে নেমে ২৩ বলে তিন চার ও সাত ছক্কায় ৬৩ রান করেন অভিষেক। এছাড়া ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।