রাজ রিপা বলেন, ‘ময়না’ হচ্ছে নারী প্রধান গল্পের সিনেমা। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এটি আমার প্রথম সিনেমা। এর চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে ছবিটি সাড়া ফেলেছে। এবার ভিলেজ চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে ‘ময়না’। আশা করছি সেখানেও ভালো কিছু হবে। আর এভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে আমাদের বাংলা সিনেমা।’
এর আগে ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা ফিল্ম প্রোডাকশনের পুরস্কার পেয়েছে ‘ময়না’। এছাড়া ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেমিফাইনালিস্ট হিসেবেও পুরস্কৃত হয়েছে এ সিনেমাটি।
বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, শিশির, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা, বিশেষ চরিত্রে আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।
উল্লেখ্য, ‘ময়না’ সিনেমার মাধ্যমেই রাজ রিপার নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হবে। রাজ রিপা ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবিতেও অভিনয় করেছেন। যা এখনও নির্মানাধীন রয়েছে।