1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কবে অবসর যাচ্ছেন জানালেন মেসি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আগামী জুনে ৩৭-এ পা দেবেন আর্জেন্টাইন মহারথি লিওনেল মেসি। সবকিছু বিবেচনায় এই সময়ে দীপ্তিময় সূর্যের সোনালি আভা ছড়ানোর শেষপ্রান্তে পৌঁছে যাবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী লিও বলেই কি না, এখনও প্রশ্নাতীতভাবে পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তবে ক্ষুদে এই জাদুকরের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নিয়ে কাতার বিশ্বকাপের পর থেকে কম জল ঘোলা হচ্ছে না।

 

 

তিনি জানিয়েছেন, অবসর নেওয়ার ক্ষেত্রে বয়স কোনো বিষয় হবে না। তিনি জানেন ঠিক কখন থামতে হবে। যখন মনে হবে তিনি আর দলের সাফল্যে অবদান রাখতে পারছেন না, তখনই বুট জোড়া তুলে রাখবেন।

‘আমি অবসর নেওয়ার সময়টা সম্পর্কে জানি। যখন থেকে আমি বুঝতে পারবো যে পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না, সতীর্থদের সহযোগিতা করতে পারছি না, দলে অবদান রাখতে পারছি না। সেটাই অবসর নেওয়ার সময় হবে।’

 

‘আমি খুবই আত্ম-সমালোচক। আমি জানি কখন আমি ভালো, কখন আমি মন্দ, কখন আমি ভালো খেলি এবং কখন বাজে খেলি। এবং যখন আমার মনে হবে এখনই আমার থামা উচিত। অবসর নেওয়া উচিত। তখনই নিয়ে নিবো। সে সময় অবশ্যই আমার বয়স কতো সে সম্পর্কে ভাববো না। যদি আমি উপভোগ করি, তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা চালিয়ে যেতে চেষ্টা করবো। কারণ, ফুটবল এমনই একটা জিনিস যেটা আমি পছন্দ করি এবং জানি কিভাবে খেলতে হয়।’

জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপে সবকিছু যদি পরিকল্পনা ও প্রত্যাশামাফিক না হতো তাহলে তখনই অবসর নিয়ে নিতেন, ‘যদি কাতার বিশ্বকাপে সবকিছু আমাদের প্রত্যাশামতো না হতো, তাহলে তখনই আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম।’

 

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির নেতৃত্বে ২০২২ সালে আর্জেন্টিনা ৩৬ বছর পর জেতে বিশ্বকাপের শিরোপা। তার আগে ২০২১ সালে তার নেতৃত্বে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর জিতে কোপা আমেরিকার শিরোপা। এবারও তার নেতৃত্বে কোপা আমেরিকায় খেলবে আর্জেন্টিনা।

যদিও কোপা আমেরিকার আগে ইনজুরির কারণে দুটি প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি তিনি। তাকে ছাড়াই এল সালভাদরের বিপক্ষে ৩-০ ব্যবধানে ও কোস্টারিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে আলবিসেলেস্তারা।

এই ফুটবল জাদুকর বলেন, খেলাধুলার দিক থেকে ক্যারিয়ার সবকিছু অর্জনের, স্বপ্নপূরণের সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে পেশাদার ফুটবলার হিসেবে ও ব্যক্তিগত জীবনে, পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, সেটা অনেক এবং আমি সবসময় তা উপভোগের চেষ্টা করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD