প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজানে মিজানুর রহমান নিজের ফেসবুক পেইজ থেকে বিশেষ কুরআনিক লাইভ সিরিজ করছেন। রমজানে প্রতি বৃহস্পতিবার রাত দশটায় লেইভে আসছেন আজহারী।
তৃতীয় লাইভে আজ বাংলাদেশ সময় রাত ১০ টায় সূরা ইয়াসিন-এর সংক্ষিপ্ত তাফসির ও লাইফ লেসন অনুষ্ঠিত হবে।
এর আগে প্রথম ও দ্বিতীয় লাইভও ছিল সূরা ইয়াসিন-এর সংক্ষিপ্ত তাফসির ও লাইফ লেসন। আজহারী লিখেছেন আপনার রমাদানকে প্রোডাক্টিভ করে তুলতে— কুরআনের সাথে সময় কাটান, কুরআনের সাথে সম্পর্কের নবায়ন করুন এবং কুরআনময় করে তুলুন এবারের রমাদান।