খাবারের জন্যে ৯০০ কেজি গরুর মাংস সঙ্গে নিয়ে বিশ্বকাপে খেলতে গেলেন লিওনেল স্কোলোনীর শিস্যরা।
আর্জেন্টিনা ফুটবল দলে গরুর মাংস প্রীতি তো রয়েছেই সেই সাথে গরুর মাংস দলের কোচ, স্টাফ ও ম্যানেজারদের প্রিয় খাবারের মধ্যে একটি অন্যতম প্রধান খাবার। আর্জেন্টাইনরা গরুর মাংসকে স্হানীয় ভাষায় বলেন সালদা, এই গরুর মাংস তাদের দেশের রেষ্টুরেন্টে প্রিয় খাবার হিসেবে ভোজন করে তাদের দেশের জনগন। গরুর মাংস আর্জেন্টাইদের সংস্কৃতির অংশ।
আর্জেন্টিনা দলে খেলোয়ারসহ মোট ৭২ জন সদস্য রয়েছে, দলের সব সদস্য কাতারের একটি ছাত্রাবাসে অবস্থান করছে, তাদের জন্য কোন হোটেল বরাদ্দ করা হয়নি।