1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য সরকার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া বাঁ হাঁটু ও কাঁধের চোটে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে পারছেন না, আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও সৌম্য সরকারকে পাওয়া যাবে বলে নিশ্চিত করতে পারছে না বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) মেডিকেল ইউনিট।

 

 

আজ (শুক্রবার) সৌম্যর ইনজুরি নিয়ে কথা বলেছেন বিসিবির চিফ মেডিকেল অফিসার দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, “আমরা সৌম্যকে তিন সপ্তাহের জন্য সম্পূর্ণ বিরতি দিয়েছি। মাত্র এক সপ্তাহ পেরিয়েছে, ৬ এপ্রিল তিন সপ্তাহ পূর্ণ হবে। তিন সপ্তাহ পর আমরা অর্থোপেডিক চিকিৎসকের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখব।”

আগামী মাসের শেষ সপ্তাহে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে দল। সেই সিরিজের দলে কি খেলতে পারবেন সৌম্য?

এমন প্রশ্নের উত্তরে দেবাশীষ বলেন, এটা ৬ এপ্রিল বলতে পারব, এখন বলাটা টু আর্লি। কেননা এপ্রিলের শেষে জিম্বাবুয়ে আসবে। আমরা ২১ দিন পর এমআরআই করব উন্নতি কেমন হচ্ছে দেখার জন্য। আপাতত অফিশিয়ালি তিন সপ্তাহ রেস্ট, তার পর রিভিউ।

 

 

 

উল্লেখ্য, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে একের পর এক চোটে বিপর্যস্ত হয়েছিল বাংলাদেশ। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার। তৎক্ষনাৎ এই অলরাউন্ডারকে মাঠে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় বাউন্ডারি লাইনে থাকা বিলবোর্ডের সঙ্গে পায়ে এবং মাঠের সঙ্গে বাড়ি খেয়ে মাথায়ও আঘাত পেয়েছেন সৌম্য। একই কারণে তার মাথা ব্যথা এবং দৃষ্টিশক্তিতেও সমস্যা হচ্ছিল বলে জানায় বিসিবি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD