রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোনের আইএমইআই পাল্টে বিক্রির অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) একটি আভিযানিক দল
দাম মোবাইলের লক খোলা ও আইএমইআই পাল্টে দেয়ার কাজ করতেন তারা। এর জন্য তারা দোকানে বসিয়েছেন অত্যাধুনিক প্রযুক্তির মেশিন। সম্প্রতি পুলিশের একটি ইউনিট অনুসন্ধান তদন্ত চালিয়ে এই চোরাই মোবাইলের চক্রের সন্ধান পায়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
আটকরা হলেন- রাশেদুল ইসলাম (৪৫), রাতুল (২৩), ইব্রাহিম (২৫) ও সাগর (৪০)।
র্যাব-৪ এর অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটককৃতদের চক্রে অর্ধশতাধিক সদস্য রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। যারা রাজধানীর বিভিন্ন এলাকায় সঙ্ঘবদ্ধ ছিনতাই, চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। তারা অভিনব কৌশলে চুরি ও ছিনতাইকৃত মোবাইলফোনগুলো অর্থের বিনিময়ে আটককৃতদের কাছে হস্তান্তর করতো।
পরে আটকরা চোরাই সেসব মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা চোরাই মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।