1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

কারিশ্মা ও কারিনা লড়বেন আসন্ন লোকসভা নির্বাচনে

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

 

 

 

অভিনেত্রী করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খান নাকি একনাথ শিন্ডের শিবসেনা পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশের কথা ভাবছেন৷ শোনা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন দুই তারকা বোন। কাপুর পরিবারের সঙ্গে শিবসেনার একটি পুরনো যোগসূত্র রয়েছে।

লোকসভা হোক কিংবা বিধানসভা- নির্বাচনের আগে ঝাঁকে ঝাঁকে তারকা যোগ দেন রাজনীতিতে। যেমন এ বছর তৃণমূল কংগ্রেসের হয়ে হুগলি কেন্দ্র থেকে প্রথম বার লড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে বৃহস্পতিবারই মহারাষ্ট্রের শিন্ডেসেনা দলে যোগ দিয়েছেন গোবিন্দ। শিন্ডেসেনা সূত্রের খবর, লোকসভা ভোটে মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাকে। বিজেপি থেকে ভোটের লড়াইয়ে আছেন অভিনেত্রী কঙ্গনাও।

 

 

মী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ চলাকালীন বোন কারিনাকে বোনের পাশে থাকতে দেখা গিয়েছে।

কাপুর পরিবারের এই দুই বোনের ভালবাসার কথা শোনা যায় বলিউডের আনাচ-কানাচে। পরস্পরকে চোখে হারান তারা। স্বামী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ চলাকালীন বোন কারিনাকে দিদির পাশে থাকতে দেখা গিয়েছে। সময়ে-অসময়ে কখনও দিদির পাশ থেকে সরতে দেখা যায়নি বোন কারিনাকে। তাই কি এ বার রাজনীতির ময়াদেনও দিদিকে সঙ্গে নিয়েই নামবেন কারিনা?

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD