ঢাকাই সিনেমার হার্টথ্রব নায়িকা বিদ্যা সিনহা মীমকে আর দেখা যাবে না অভিনেতা শরীফুল রাজের সাথে অভিনয়ে এমনটি জানিয়েছেন, মীম । পরান ছবিতে মীম রাজ জুটি সময়ের সেরা অভিনয় দিয়ে সিনেমা প্রেমীদের নজর কেড়েছেন যা সত্যি অবাক করার মতো। শরীফুল রাজের সঙ্গে পরান ছবিতে ছিলেন ইয়াশ, যদিও ছবিটি দর্শক গ্রহনযোগ্যতা পায়।
পরান ছবির পর দামাল ছবিতেও বাজিমাত করেন মীম। ঢাকাই সিনেমার এই নায়িকার বৃহস্পতি এখন তুঙ্গে, যে সিনেমাতেই কাষ্ট হন সেই সিনেমা সুপার টুপার হিট হয়।
কিছুদিন আগে পরীমনির স্বামী রাজকে নিয়ে মীম -রাজের প্রেমের সম্পর্ক নিয়ে গুজব চাউর হয় , গুজব ডালপালা মেলতে শুরু করে, রাজ-মীমের প্রেমের সম্পর্ক টক অফ দ্যা কান্ট্রিতে পরিনত হয়েছে।
পরীমনি জানান, তার স্বামী রাজ মিমের প্রতি আসক্তি, পরী এটি মিডিয়াকে অবগতকরেন।
মীম -রাজকে নিয়ে যে স্ক্যান্ডাল নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তাতে মীম বেজায় চটেছেন, পরান ছবির এই নায়িকা ঘোষণা দিয়েছেন শরীফুল রাজের সঙ্গে জুটি হয়ে ছবি না করার।