ওই নারী চিৎকার দিয়ে স্থানীয়দের ডেকে নিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী পলাশ বলেন, সকাল ৬টার দিকে খবর পাই বাড়ির পাশে রেল লাইনের পাশে একজন পড়ে আছে আর তার পাশে মোবাইল ফোনে গেম চলছিল। সেখানে জিহানকে সনাক্ত করে দ্রুত জয়পুরহাট হাসপাতালে ও পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।