1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ

আম্বানির মেয়ের বাড়ি কিনলেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ!

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বেশ চড়ামূল্যে বিক্রি করে দিয়েছেন মুকেশ আম্বানি। ঈশা আম্বানির এই সাধের বাড়িটি অবস্থিত লস এঞ্জেলসে। বাড়িটি কিনে নিয়েছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ।
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
copy sharing button
print sharing buttonএশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বেশ চড়ামূল্যে বিক্রি করে দেয়া হয়েছে। ঈশা আম্বানির এই সাধের বাড়িটি অবস্থিত লস এঞ্জেলসে। বাড়িটি কিনে নিয়েছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ।

এই বাড়িটি প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের উপর নির্মিত। এই বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, রয়েছে ২৪টি বাথরুম। অন্দরসজ্জা দেখলে চোখে–ঝিলমিল লেগে যাবে। এখানেই শেষ নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালন–কী নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও।

৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ টাকা দিয়ে এই বাড়ি কিনে নিয়েছেন জেনিফার লোপেজ। বেন অ্যাফ্লেককে নিয়ে এখন তার ঠিকানা ওই বাড়িই। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

কিছুদিন আগেই ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। তিন খান থেকে শুরু করে হলিউড গায়িকা রিহানা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। তার হবু স্ত্রীর নাম রাধিকা মার্চেন্ট। আগামী জুলাই মাসেই সাতপাকে বাঁধা পড়বেন তারা।

রাধিকা বর্তমানে অ্যাঙ্কর হেলথকেয়ারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ক্লাসিক্যাল নাচে পারদর্শী। শ্রী নিভা আর্টস ড্যান্স একাডেমিতে প্রায় ৮ বছর ভরতনাট্যম শিখেছেন। রাধিকা বিশিষ্ট শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্য।

জেনিফারলোপেজ, তার ভক্তরা স্নেহের সাথে জেএলও নামে ডাকেন, একজন আমেরিকান গায়ক, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। গায়িকাকে প্রায়শই ‘নৃত্যের রাণী’ হিসাবে চিহ্নিত করা হয় এবং তার শৈল্পিক ক্ষমতা এবং ফ্যাশন পছন্দের জন্য একটি বিশাল ফ্যান বেস রয়েছে। ডিভা দুইবারের একাডেমি পুরস্কার বিজয়ী এবং প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা বেন অ্যাফ্লেককে বিয়ে করেছেন

 

ফ্যান পেজটি জানিয়েছে যে, ইশা আম্বানি তার গর্ভাবস্থার বেশিরভাগ সময় তার মা নীতা আম্বানির সাথে সেই বাড়িতে কাটিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD