খবরে বলা হয়, পবিত্র নগরী মক্কায় আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পবিত্র দুই মসজিদের কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক অবস্থান গ্রহণ করে। তারই অংশ হিসেবে ৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদির সরকার আর জানায়, বিদেশিদের ভুয়া ওমরাহ পালনের প্রলোভন দেখাচ্ছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করে, এরপর বন্ধ করে দেয়।
মন্ত্রণালয় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়েছে, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যেব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।
এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ারসিদ্ধান্ত নেয় সৌদি। ওমরাহ করতে সৌদির সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি নিতে হয়। কেউ যখন একবারওমরাহ করেন তখন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়। যখন একই ব্যক্তি আবারও ওমরাহর অনুমতি চেয়ে আবেদনকরেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা হয় রমজানে শুধুমাত্র একজন একবারই ওমরাহ করার সুযোগ পাবেন ।