এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ার সরোয়ারের পরিবার খুঁজে তাকে নিরাপদে হস্তান্তরের জন্য রাতেই ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারে আছেন। আমরা কুমিল্লা পদুয়ার বাজার, আলকরা, চৌদ্দগ্রামসহ আশেপাশে খোঁজ-খবর করছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আশেপাশের মানুষকে আমরা জানিয়েছি। ওই এলাকায় ছবিসহ পোস্টার দিয়েছি। তবে এখনো কোন তথ্য পাইনি।
সরোয়ার ভাইয়ের স্বজনের খোঁজে সকলের সহযোগিতা কামনা করছি। কেউ এই মানুষটাকে চিনলে বই তথ্য পেলে আমাদের জানান। এর আগেও সবার সহযোগিতায় এভাবে অনেক প্রবাসীকে আমরা পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। এবারও সবার সহযোগিতা চাইছি। প্রয়োজনে যোগাযোগ-আল আমিন নয়ন, ম্যানেজার, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার, আশকোনা ঢাকা। এই বিষয়ে বিস্তারিত জানতে বা কোনো তথ্য জানাতে 01712197854 মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।