1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১ মাসের বাসাভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন এক বাড়িওয়ালা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আসন্ন ঈদে ভাড়াটিয়ার অতিরিক্ত খরচের চাপ কমানোর জন্য আত্মীয়-স্বজনদের ১ মাসের বাসাভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন এক বাড়িওয়ালা। রাজধানীর মিরপুর এলাকার রুপালি হাউজিংয়ের এক বাড়িওয়ালা এ মওকুফ করেন। 

জানা গেছে: রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন আলিমুর রহমান সুফাল। এই বাড়িওয়ালার এই হাউজিংয়ে দুটো বাড়ি আছে। তিনি তার দুটো বাড়ির সব ভাড়াটিয়ার জন্যই এই উপহার দিয়েছেন।

সোমবার সুফাল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় পোস্টটি।

বাড়িওয়ালা থেকে পাঠানো চিঠিটি তার আইডিতে শেয়ার করে লেখেন, আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার.. ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কিনা জানি না এবং শুনিনি কখনো, আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাও জরুরি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য। আল্লাহ উনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

নাজমুল হাসান নামে একজন কমেন্টবক্সে লিখেন, আলহামদুলিল্লাহ। এরকম কখনো শুনি নাই ভাই। ওনার জন্য দোয়া রইল।

মো. মঞ্জুর মুর্শেদ নামে একজন লেখেন, কোথায় এই হাউজিং ? বাসা কি আর খালি আছে? হিমা রুজারিও নামে একজন মন্তব্য করে বলেন, ‌ঈশ্বর উনার এবং উনার পরিবারের মঙ্গল করুন।ভাইয়া পোস্টটা কি শেয়ার দিতে পারি? কারণ এমন দৃষ্টান্ত সহজে দেখা যায়

 

 

অন্তু মুজাহিদ নামে একজন পোস্টটি শেয়ার করে তার টাইমলাইনে লেখেন, ‌হে আল্লাহ, রাজধানীর সকল বাড়িওয়ালাকে রাতারাতি নিচের এই বাড়িওয়ালার মতো দরাজ দিলের মালিক বানিয়ে দাও।

আলিমুর রহমানের করা সেই পোস্টের ছবি শেয়ার করে সৈয়দ ইবনে রহমত নামে একজন লিখেছেন, একই দুনিয়ার মানুষ, কত রকম যে হয়! একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের ঈদানন্দকে বাড়িয়ে দিতে এক মাসের ভাড়াই না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার এই একই শহরের আরেকজন বাড়িওয়ালার খবর জানি, ‍যিনি তার বাসায় ৮ বছর ধরে বসবাস করা ভাড়াটিয়াকে এক মাসের ভাড়া বকেয়া থাকায় এই ঈদের আগে বাসা ছাড়া করেছেন।

ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে, আলিমুর রহমান মাহিম ফ্যাশন হাউজ নামে একটি প্রতিষ্ঠানের হেড অব বিজনেস ডেভালপমেন্ট হিসেবে কর্মর

বাড়ির কেয়ারটেকার বলেন, ‘এটা তো আমরা আজব শুনতেছি। আপনাদের লোকেরা তো বলতেছে। যা হয়েছে তার থেকে বেশি হচ্ছে।’ বিষয়টি ফেসবুকে দেওয়া হয়েছে এমন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা জেনে দেখি কে দিয়েছে। সেটা জানলে ভালো হতো না?’

বিষয়টি নিয়ে বাড়ির মালিক মোবাইল ফোনে বলেন, ‘এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD