1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

হ্যাটট্রিক করে যা বললেন ফারিহা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে আউট করে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক আছে শুধু ফাহিমা খাতুনের।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলার মেয়েরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৮ রানে পরাজয় দেখেছে টাইগ্রেসরা।

 

হতাশাময় ম্যাচের অন্যপ্রান্তে বাংলাদেশের জন্য ভিন্ন এক আশার আলোর ঝিলিক দেখা গেছে। ইনিংসের শেষ তিন বলে অজিদের এলিসা পেরি, সোফি মলিনেক্স এবং বেথ মুনিকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছেন টাইগ্রেস পেসার ফারিহা তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে দ্বিতীয়বার হ্যাটট্রিক করলেন তৃষ্ণা।

 

এদিকে ম্যাচ শেষে নিজের খুশির কথা জানিয়েছেন তৃষ্ণা। তার দাবি, দল জিতলে আনন্দ আরও বেশি হতো।

 

সংবাদ সম্মেলনে তৃষ্ণার ভাষ্য, ‘শুরুটা ভালো ছিল। আশাবাদী ছিলাম যে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারব। শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করেছি। প্রত্যাশা ছিল ভালো কিছু করার চেষ্টা করব। অনেক দিন পর টি-টোয়েন্টি দলে ফিরলাম। । মাথায় চলছিল যে জায়গায় করব। আল্লাহ সহায় হলে যদি কিছু হয়।’

 

এই পেসার আরও বলেন, ‘আফসোস তো অবশ্যই আছে। দলের অর্জন বড় হলেই নিজের অর্জনের আনন্দটা বেশি হয়। দল জিতলে এ আনন্দটা হয়তো আরও ভালোভাবে উদযাপন করা যেত। দলই সবার আগে। ভালো তো লাগেই। দ্বিতীয় হ্যাটট্রিকটা করতে পেরেছি। অর্জন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে হ্যাটট্রিকটা করতে পেরেছি।’

এদিন ভালো শুরুর পরও শেষ অব্দি ১০৩ রানে হেরেছে বাংলাদেশ। হার নিয়ে ফারিহা বলেছেন, ‘শুরুটা ভালো ছিল। আশাবাদী ছিলাম যে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারবো। শেষ পর্যন্ত চেষ্টা করেছি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD