ব্যাংকে কোন তারল্য সংকটে নেই বলে মন্তব্য করেছেন, দেশের ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), এবিবি এর চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের সিইও সেলিম আর এফ হোসেন আরও বলেন, দেশে ব্যাংকে প্রচুর তারল্য
আছে এতে দুশ্চিন্তার কোন কারন নেই।
দেশের ব্যাংকে ১ লাখ ৬০ হাজারের বেশি টাকার তারল্য আছে, দেশের ব্যাংকি খাতে যখন পর্যাপ্ত তারল্য আছে তখন এক শ্রেনীর মানুষ গুজব ছড়াচ্ছে ব্যাংকের তারল্যের বিপক্ষে কথা বলে, যা ক্ষতি করছে ব্যাংকের, দেশের ও সমাজের। এই সব গুজবকারীদের থেকে সাবধান থাকার পরামর্শ এবিবির চেয়ারম্যানের।
এবিবির চেয়ারম্যান বলেন, করোনা পরবর্তী দেশের ব্যাংকি খাত মসৃণভাবে ঘুরে দাড়িয়েছে এবং করোনাকালে ব্যাংক গুলো অথনৈতিক প্রবৃদ্ধিতেত প্রভাবকের ভূমিকা পালন করছে।
সংগঠন বলছে, কিছু স্বার্থনেষী মহল গুজব ছড়াচ্ছে, যাতে বিদেশিরা রেমিট্যান্স পাঠাতে ভয় পায়। বাংলাদেশ ব্যাংক সব সময় দেশের সকল ব্যাংকের পাশে আছে, তাছাড়া, বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতার ইতিহাস দেশে নেই।