আজ জুমাতুল বিদা। রমজান আর জুমা একত্রে মিলিত হয়ে দিনটিকে করে তুলেছে সীমাহীন মহিমাময়। উম্মতে মোহাম্মাদীর জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠ উপহার হিসাবে বছর ঘুরে আসা মাহে রমজান আর তার সঙ্গে যুক্ত সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমা।
শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, জুমাতুল বিদাকে কেন্দ্র করে মসজিদগুলোতে ঢল নেমেছে মানুষের। উপচে পড়া ভিড়ের কারণে আজানের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় অধিকাংশ মসজিদ। এমনকি মসজিদে জায়গা না পেয়ে বাইরের সড়ক পর্যন্ত মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে। নামাজ শেষে বিশেষ দুআ মোনাজাত করা হয়।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও জুমাতুল বিদা উপলক্ষ্যে নামাজের পর বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে খতিব দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করেন। এসময় মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে যায় পুরো মসজিদ। কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি।
জুমাতুল বিদায় প্রত্যেকটা মুমিন মুসলমানের মধ্যে কাজ করে বাড়তি আবেগ। মসজিদে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে নিজের আত্মার আকুতি দয়াময় প্রভুর দরবারে পেশ করাই যেন এ দিনে সব মুসলমানের পরম চাওয়া।
রমজান মাসের শেষ শুক্রবারই (৫ এপ্রিল) পবিত্র জুমাতুল বিদা। অন্য যেকোনো সময়ের তুলনায় এই মাসের জুমার বরকত ও ফজিলত বেশি। মাহে রমজানের একটি জুমা অন্য সময়ের ৭০টি জুমার সমতুল্য মর্যাদাবান। তাই জুমাতুল বিদা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আলাদা করে দাগ কাটে।