শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ দিয়েই বাংলাদেশ দলের ২০২৪ সালের ব্যস্ততা শুরু হয়েছে। আগামী জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে খেলবে দুইটি টি-টোয়েন্টি সিরিজও। তাইতো আগে থেকে শুরু হয়ে গেল বিশ্বকাপের প্রস্তুতি। জাতীয় দলের ক্রিকেটারদের ভিসা প্রসেসিংয়ের মাধ্যমেই শুরু হলো বিশ্বকাপ প্রস্তুতি।
মাত্র দুই মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরের জন্য ইতোমধ্যে তোড়জোড় চালানো শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। বিশ্বকাপের মূল দলে ১৫ জন রাখার নিয়ম থাকলেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন ২৩ জন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভিসা কার্যক্রম সারতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান ক্রিকেটাররা। এদিন ঢাকা প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ না থাকায় একসঙ্গেই যেতে পেরেছেন সবাই। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের বাইরে দূতাবাসে গেছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসান। ভিসার কাজ সারতে আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুর রহমানও ছিলেন দলের সঙ্গেই।
আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আছে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসানের। তাই এই ৫ জন এদিন ছিলেন না দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে। সব মিলিয়ে মোট ২৮ জন ক্রিকেটারের ভিসা প্রস্তুত রাখা হচ্ছে বিশ্ব আসরের আগে।