যুক্তরাষ্ট্রের কলোরাডোয় সন্ত্রাসী হামলায় নিহত ১ জন, আহত হয়েছেন ১৮ জন।
ঘটনাটি ঘটে কলোরাডোয়ের সমকামীদের একটি নাইট ক্লাবে। পুলিশ জানিয়েছে, কলোরাডোয় স্প্রিংস এলাকার ক্লাব কিউয়ে এই হামলা হয়।
কলোরাডোয়েতে হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।