1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে আঘাত হেনেছে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে নিউইয়র্ক।

 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল।

এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন যে, ভূমিকম্পে কেঁপে উঠেছে ব্রুকলিনের ভবনগুলো। নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ এই কম্পন অনুভব করেছেন।

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে চলছিল গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক। ভূমিকম্পের পর সাময়িকভাবে বৈঠকটি স্থগিত করা হয়।

বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো। ভূমিকম্পের সময় তিনি বলে ওঠেন, ‘এটা কি ভূমিকম্প?’

সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা জানান, ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত এবং লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকে ভূমিকম্প অনুভব করেছেন তারা।

নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘আমি ভালো আছি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD