1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

হায়দ্রাবাদকে১৬৬ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

সানরাইজার্স হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সংগ্রহটা খুব একটা বড় করতে পারেনি চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে যতটুকু দ্যুতি ছড়িয়েছেন সেটা শিভাম দুবে। তার কল্যাণে লড়াকু পুঁজি পেয়েছে চেন্নাই সুপার কিংস।

 

চলতি আইপিএলের ১৮তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছে বর্তমান চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষের মাঠে আগে ব্যাট করতে নেমে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই।

 

শুক্রবার (৫ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রাচিন রবীন্দ্র এবং রুতুরাজ গাইকোয়াড়। তবে ইনিংস বড় করতে পারেননি দুইজনের কেউই। ৯ বলে ১২ রান করে রাচিন আউট হলেও ২১ বলে ২৬ রান করে তার দেখানো পথে হাঁটেন চেন্নাই দলপতি।

 

চতুর্থ উইকেটে রাহানেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শিভাম ডুবে। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে চেন্নাই। পাঁচ রানের আক্ষেপ নিয়ে আউট হন ডুবে। ২৪ বলে ৪৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

 

এরপর ৩০ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন রাহানে। ২০তম ওভারে তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ড্যারিল মিচেল। শেষ পর্যন্ত জাদেজার ২৩ বলের অপরাজিত ৩১ রানে ভর করে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় চেন্নাই।

 

সানরাজার্স হায়দ্রাবাদের হয়ে প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, সাহবাজ আহমেদ, উনাদকাট ও নাতারাজান একটি উইকেট শিকার করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD