1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

২০২৫ সাল পর্যন্ত আইসিসির সম্প্রচার স্বত্ব পেল টিএসএম

  • প্রকাশিতঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

দুই বছরের জন্য বাংলাদেশে আইসিসি টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে টিএসএম (টোটাল স্পোর্টস মার্কেটিং)। তারা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট সম্প্রচার করবে নাগরিক টিভির মাধ্যমে।

আর ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের খেলা দেখানোর সঙ্গী মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সাল পর্যন্ত ছেলেদের ও মেয়েদের মোট ছয়টি আইসিসির বৈশ্বিক ইভেন্ট সম্প্রচারে টিএসএমের সঙ্গে চুক্তি হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, আগামী দুই বছরে বাংলাদেশে আরও বেশি মানুষের কাছে ক্রিকেট পৌঁছে যাবে।

চুক্তিতে অন্তর্ভুক্ত ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- চলতি বছরের ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ও মেয়েদের বিশ্বকাপ, ২০২৫ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ইভেন্টগুলোর মধ্যে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘বাংলাদেশের ভূখণ্ডের জন্য টিএসএমকে আইসিসি ক্রিকেটের সত্ত্ব দিতে পেরে আনন্দিত। যেখানে বিশাল সংখ্যক উত্সাহী সমর্থকগোষ্ঠী রয়েছে। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজন হবে। আমাদের সম্প্রচার অংশীদারের সঙ্গে জুটি বেঁধে মেয়েদের খেলার বিকাশের পাশাপাশি নতুন এবং বিদ্যমান সমর্থকদের সঙ্গে যুক্ত হওয়ার একটি বাস্তব সুযোগ রয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD