1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

কবে জাতীয় দলে ফিরছেন তামিম

  • প্রকাশিতঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। তবে বেশ কিছু দিন জাতীয় দলে অনুপস্থিত ছিলেন তিনি। কারণ আমরা সবাই এটা জানি। বিশ্বকাপের আগে অনেক নাটকীয়তা, তারপর অপমানে অবসর। পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি অবসর নিয়ে জাতীয় দলে ফিরে আসেন। পরে নানা কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি।

জাতীয় দলে ফেরা দেশের সেরা ওপেনারের কথা বলেছেন বিসিবি গাজীর প্রধান নির্বাচক আশরাফ হোসেন। তার মতে, দলে তামিমের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার চায় সবাই। তিনি বলেছেন: সেখানে যে কোনো ক্রিকেটারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে দল তাকে চায় সবাই তামিমকে চায়। তার সঙ্গে কথা বলে জানা যায়, বিষয়টি সরাসরি মোকাবিলা করছেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমরা কথা বলতে পারি কিন্তু আমরা এখানে দায়িত্ব নিয়ে কিছু করতে আসিনি।

whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছিলেন ওপেনার তামিম ইকবাল। তার পর আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরে যাওয়া, প্রধানমন্ত্রীর অনুরোধে পুনরায় ফিরে আসা। এর পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া— কী হয়নি এই সময়ে।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন কথা বলেছেন তামিম ইকবালের দলে ফেরা নিয়ে। তিনি জানান, তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে সবাই দলে পেতে চায়।

দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা গণ্ডির মধ্যে রয়েছি। যে কোনো ক্রিকেটারের সঙ্গেই আমাদের হাই-হ্যালো হয়। তামিমকে কে না দলে চায়, সবাই তাকে দলে চায়। তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। আমরা কথা বলতে পারি; কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নেই।’

এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা সাকিবকে নিয়েও কথা বলেন গাজী আশরাফ হোসেন। তিনি বলেন, ‘সাকিবকে নতুন করে দেখার কিছু নেই। সে অনেকদিন টেস্টের বাইরে ছিল। হয়তো তার সেরাটা আসেনি, কিন্তু তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করেছে। সাকিব জাতীয় দলের জন্য ছাতার মতো। তরুণদের অনেক কিছু শেখার আছে। সাকিব জানে তার সুনাম কীভাবে রাখতে হবে।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD