প্রতীক্ষার প্রহর শেষ হলো, কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
বিশ্বকাপের ঐতিহাসিক দিনক্ষণ গুনতে গুনতে কাউনডাউন শেষে হলো, শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান এরপর মাঠে গড়ালো স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ।
কাতারের আল বায়েত স্টেডিয়ামে শুরু হলো বিশ্বকাপের ২২ তম মনোমুগ্ধকর আসর। শুরুতে শেখ তামিম বিন হাম্মাদ আল খানি কাতার বিশ্বকাপের জমকালো অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমেরিকার মেগা সুপার স্টার মরগান ফ্রিম্যান, এরপর উন্মোচিত হয় কাতার বিশ্বকাপের মাসকট লাইভ।
বিশ্ববাসীকে দেখানো হয় কাতারের ইতিহাস – ঐতিহ্য, কৃষ্টি কালচার ও ডরমিটরি।
গান গেয়ে মঞ্চ মাতান দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড জুং কুক ও কাতারের গায়ক ফাহাদ আল কুবাইসি তারা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং’ ড্রিমাস’ গানটি পরিবেশেন করেন। কাতার বিশ্বকাপের অনুষ্ঠানটি সরাসরি মাঠ বসে দেখেন দেশ বিদেশের ৬০ হাজার দর্শক।
বিশ্বকাপের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব, মিশর ও আজেরিয়ার প্রেসিডেন্ট। এছাড়াও, জাতিসংঘের মহাসচিব এন্টিনিও গুতেরাস উপস্থিত ছিলেন।