1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

ঈদে ১২ লাখ মানুষ মোটরসাইকেলে চড়ে ঢাকা ছাড়বে

  • প্রকাশিতঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

 বাসের অতিরিক্ত ভাড়া ও প্রয়োজনীয় টিকিট না পাওয়ায় এবার মোটরসাইকেলে যাত্রী বাড়বে। এর মধ্যে ৩০ শতাংশ ব্যক্তিগত মোটরসাইকেল ও ৭০ শতাংশ রাইডশেয়ারিং করবে।

 

মোজাম্মেল হক বলেন, গণপরিবহন সংকট ও প্রয়োজনীয় টিকিট না পাওয়ায় মোটরসাইকেল বেশি চলবে। সবাই বেপরোয়া গতিতে চলে। মোটরসাইকেল চালকদের সাবধান হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি।

 

বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে দাবি করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, বাড়তি ভাড়া বন্ধে সরকার ভিজিলেন্স টিম করেছে। কিন্তু ভিজিলেন্স টিম অফিসে বসে থাকে। তারা মনিটরিং করে না। অনেক যাত্রী অল্প দূরত্বে গেলেও বেশি ভাড়া আদায় হচ্ছে। কোনো যাত্রী হয়তো টাঈাইল যাবে অথচ বাসটির গন্তব্য বগুড়া হলে বগুড়া পর্যন্ত ভাড়া আদায় হচ্ছে। অনেক স্টেশনে যাত্রীদের বসার জায়গা নেই। সড়ক নৌ পরিবহন সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এখনো সড়কে ইজি বাইক চলছে। ফলে বাসের ট্রিপ সংখ্যা কমে গেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD