1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে চলেছেন সাকিব

  • প্রকাশিতঃ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সিরিজ শেষে আবারও ডিপিএলে ফেরার কথা থাকলেও ওমরাহ করতে গিয়েছেন সাকিব আল হাসান। এবার জানা গেছে কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে চলেছেন সাকিব। গেল আসরে মন্ট্রিয়াল টাইগার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। এবারও একই দলের হয়ে খেলার কথা রয়েছে। সূত্র মতে, ‘বিশ্বকাপের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। আগের মৌসুমের দলেই খেলার কথা রয়েছে তার। যদিও টুর্নামেন্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।’ প্রতিবছর জুন-জুলাইয়ে গ্লোবাল টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলেও এবার বিশ্বকাপের কারণে টুর্নামেন্টটি পিছিয়ে যেতে পারে জুলাই-আগস্টে। এদিকে গত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। এ কারণে বিপিএলের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে ব্যাটিং নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল তাকে।

 

 

প্রতি বছর জুন-জুলাইয়ে গ্লোবাল টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলেও এবার বিশ্বকাপের কারণে টুর্নামেন্টটি পিছিয়ে যেতে পারে জুলাই-আগস্টে। এদিকে গত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। এ কারণে বিপিএলের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে ব্যাটিং নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল তাকে। বিপিএলের মাঝ পথে সিঙ্গাপুরে ডাক্তারেরও শরণাপন্ন হতে হয়েছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

 

 

চিকিৎসকের পরামর্শ নিয়ে সাকিব এখন অনেকটাই সুস্থ। ব্যাটিংয়েও নিজের চেনা ছন্দ ফিরে পেতে চলেছেন তিনি। এর ছাপ দেখা গেছে ঢাকা প্রিমিয়ার লিগ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। এক বছরের বিরতি দিয়ে টেস্ট খেললেও সাকিবকে এখন থেকে জাতীয় দলে নিয়মিতই পাওয়া যাবে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD