মারা গেলেন বাংলাদেশ দলের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালের শ্বশুর। তামিম যখন ইসলামিক ব্যাংক ইষ্টজোনের হয়ে মাঠ খেলছিলেন তখন খবর পান তার শ্বশুর হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন । শ্বশুরের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক খেলা ছেড়ে হাসপাতালে শ্বশুরকে দেখতে যান তামিম ইকবাল খান। মৃত্যুর সময় শ্বশুরের পাশে ছিলেন তামিম ও তার স্ত্রী আয়েশা। মৃত্যু কালে তামিমের শ্বশুরের বয়স হয়েছে ৬৫ বছর।