পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
নিহত নিরাপত্তাকর্মীর নাম হাসান মাহমুদ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, টাকা চুরি করতে গিয়ে বুথ ভাঙতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। এরপর নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে চলে যায়। বুধবার (১০ এপ্রিল) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধুমতি ব্যাংকের শাহজাদপুর এলাকার এটিএম বুথের সামনে থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানতে এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে ঘটনার সময় নিরাপত্তাকর্মী এটিএম বুথের সামনে শুয়ে ছিলেন। এটিএম বুথের কিছু অংশে ভাঙচুর করা হয়েছে। হয়তো টাকা চুরি করতে গিয়ে দুর্বৃত্তরা বুথ ভাঙতে ব্যর্থ হয়।
শাহজাদপুর বাঁশতলা ক্যামব্রিয়ান স্কুলের কাছের ওই ভবনটিতে এটিএম বুথে দায়িত্বরত ছিলেন নিহত হাসান। ভোর ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে।