চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিজের অভিনয়শৈলী দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের মন। তার সুনিপুণ অভিনয় সত্যি চোখেপড়ারমত। এবার ঈদে তার বেশ কিছু নাটক প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। প্রতি বছরের মতো এবারও ছুটি কাটাতে স্বামী ও পরিবার নিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ঈদ করবেন সিঙ্গাপুরে। এ প্রসঙ্গে তিনি বলেন, ভ্রমণ করতে আমার সবসময়ই ভালো লাগে। সুযোগ পেলেই পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে বের হয়ে যাই। পরিবারের সঙ্গে ঘুরতে বেশি ভালো লাগে। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। প্রথমবারের মতো এবার আমরা পরিবারসহ সিঙ্গাপুরে ঈদ করতে যাচ্ছি।
আমার পরিবারের মোট ১১ জন সদস্য এবার সঙ্গে যাচ্ছে। ছুটির সময়টা পরিবারের সঙ্গে একান্তে কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত।
মায়ের ইচ্ছেতেই সিঙ্গপুরে যাচ্ছেন মিম। মিম বলেন, আম্মুর ইচ্ছেতেই সিঙ্গপুরে যাওয়া। কারণ আমার মা-বাবাই আমার পৃথিবী। তাদের ইচ্ছেপূরণে আমি সর্বোচ্চ করার চেষ্টা করি। তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন সফরটি যেন আনন্দময় ও নিরাপদ হয়।
এদিকে, হালের এই নায়িকা জানান আগামী ১৫ এপ্রিল স্বামী ও পরিবার নিয়ে দেশে ফিরবেন মিম। অভিনেত্রী জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। পাশাপাশি আরও দুটি বিজ্ঞাপন ঈদে প্রচারে আসার কথা রয়েছে।