স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই রায় ঘোষণা করা হয়। ৬৭ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৩০৪ ট্রিলিয়ন ডং বা ২৭ বিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্যাংক লুটের অভিযোগও রয়েছে এর মধ্যে। ।
১১ বছর ধরে এই সমালোচিত নারীর বিরুদ্ধে দেশটির বড় একটি ব্যাংক লুট করার অভিযোগ রয়েছে। এই অভিযোগেই তার হো চি মিন সিটির ঔপনিবেশিক যুগের আদালতে বিচার শুরু হয়।
এদিকে, তিন সদস্যের জুরি বোর্ড ও দুই বিচারক ট্রাং মাই ল্যানের সব যুক্তি খারিজ করে দিয়েছেন। তিনি ভ্যান থিন ফাট নামের একটি ডেভেলপার কোম্পানির চেয়ারপারসন। সাইগন কমার্সিয়াল ব্যাংক (এসসিবি) থেকে এক দশকের বেশি সময় ধরে অর্থ লোপাটের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের রায়ে বলা হয়েছে, আসামিদের কর্মকাণ্ডে রাষ্ট্র ও কমিউনিস্ট পার্টির প্রতি জনগণের আস্থা কমেছে।
ল্যান সব অভিযোগ অস্বীকার করেছেন। জালিয়াতির জন্য তিনি নিজের অধীনস্তদের ওপর দায় চাপিয়েছেন।
হো চি মিন সিটিতে পাঁচ সপ্তাহের বিচারের পর ল্যানসহ অপর ৮৫ জনের বিরুদ্ধেও সাজা ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও ব্যাংক আইনের লঙ্ঘন।
ল্যান সাড়ে ১২ বিলিয়ন ডলার লোপাট করেছেন। তবে প্রসিকিউটররা বৃহস্পতিবার বলেছেন, এই জালিয়াতির ফলে ক্ষতির পরিমাণ ২৭ বিলিয়ন ডলার। যা দেশটির ২০২৩ সালের জিডিপির ছয় শতাংশের সমান। এমন মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা সাধারণত চরম শাস্তি।
দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ল্যান ও অপর আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল। এই অভিযানে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অনেক কর্মকর্তা ও ভিয়েতনামের অভিজাত শ্রেণির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
মায়ের সঙ্গে প্রসাধনীর ছোট্ট দোকান দিয়ে ট্রুং জীবন শুরু করেছিলেন। ১৯৮৬ সালে কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক সংস্কারের সূচনা করার পর জমি ও সম্পত্তি কেনা শুরু করেছিলেন, যা ডোই মোই নামে পরিচিত। ১৯৯০-এর দশকে তিনি একটি বড় হোটেল ও রেস্টুরেন্টের মালিক হন।
ট্রুংয়ের দখলে থাকা সব জমি রাষ্ট্রীয় মালিকানাধীন। রাষ্ট্রীয় বড় কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ওপর নির্ভর করে এসব জমি ব্যবহারের সুবিধা। অর্থনীতির বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্নীতি বেড়ে যাওয়ায় এসব সম্পত্তি ট্রুংয়ের দখলে চলে যায়।
ফলে, ২০১১ সাল পর্যন্ত ট্রুং মাই ল্যান হো চি মিন সিটির সুপরিচিত ব্যবসায়ী বনে যান। পরে তাকে তিনটি ছোট ব্যাংককে একটি বৃহত্তর সত্তায় একীভূত করার ব্যবস্থার অনুমতি দেয় সাইগন কমার্শিয়াল ব্যাংক।