1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ছেলেকে বাঁচাতে পদ্মায় নিখোঁজ বাবা, ১৭ ঘণ্টা পর মিলল লাশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
এবার ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে গতকাল বুধবার পদ্মা নদীতে নিখোঁজ বাবা শাহাদাত খানের (৫৫) মরদেহ উদ্ধার হয়েছে। ডুবে যাওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাঁর মরদেহ উদ্ধার করে।

মরদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে সংশ্লিষ্টরা।

নিহত শাহাদাত খানের বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের। তিনি সপরিবারে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন।

 

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম বলেন, নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার অভিযান চালাতে বলা হয়। ঘটনার পরদিন ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের বিষয়ে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আমার কাছে আসেন। তাদের কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করতে বলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD