এবার টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। শিশুদের মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে ছিল। জন্মের কিছুক্ষণের মধ্যেই সব নবজাতকের মৃত্যু হয়েছে। প্রসূতি সুমনা আক্তার (২৪) বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিন দুপুরের দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সুমনা আক্তার পরপর ছয় সন্তান প্রসব করেন। সুমনা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী।
কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটনের দাবি, নরমাল ডেলিভারির মাধ্যমে ৬ সন্তান হয়েছিল। অপরিপক্ক থাকায় মাতৃগর্ভেই তাদের মৃত্যু হয়। তবে প্রসূতি মা এখন পুরোপুরি সুস্থ।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, জেনেটিক্যাল সমস্যাজনিত কারণে এ ধরণের ঘটনা ঘটে। এসব ক্ষেত্রে সন্তানরা অপরিপক্ক থাকায় মাতৃগর্ভে কিংবা জন্মগ্রহণের পরপরই মারা যায়। এই নারীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।