শিশু সাহিত্যক আলী ইমাম মারা গেছেন, রাজধানীর ঢাকা মেডিক্যাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
আলী ইমাম ২০২১ সালের মে মাসে নানান জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান তার ছেলে ডাঃ অন্তু।
আলী ইমাম ১৯৫০ সালে মে মাসে বি বাড়িয়া জেলায় জন্ম গ্রহন করেন, তিনি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের নির্বাহীর দায়িত্ব ছিলেন, তাছাড়া, ২০০৪-২০০৬ সালে বিটিবিতে (২০০৭ -২০০৮) বছরে অধুনালুপ্ততে কাজ করেন।