1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

 

এবারের ঈদের দ্বিতীয় দিনে হাউসফুল দর্শক হয়েছে সুদর্শন চিত্রনায়ক জায়েদ খানের সিনেমা দেখতে। দীর্ঘ এক যুগ পর ঈদে মুক্তি পেল এই নায়কের অভিনীত কোনো সিনেমা। ঈদের দ্বিতীয় দিন কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দুপুর আড়াইটায় ‘সোনার চর’র শো হাউসফুল হয়।

 

‘সোনার চর’ দিয়েই দীর্ঘ এক যুগ পর তার অভিনীত কোনো সিনেমা ঈদে মুক্তি পেল। ঈদের দ্বিতীয় দিন কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দুপুরে ‘সোনার চর’র শো হাউসফুল হয়।

 

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সেই অনুভূতিই শেয়ার করেছেন জায়েদ। তিনি বলেন, আমি আগেই বলেছিলাম দর্শকরা আমার সিনেমা গ্রহণ করবেন। আমি নিজের সেরাটা দিয়েছি। সিনেমাটি হাউসফুল গেছে শুনে ভালো লাগছে। ঈদের দিন থেকেই দর্শকের ভালো সাড়া পাচ্ছি।

 

হলে সিনেমাটি দেখার পর জায়েদের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা। আইরিয়ানা নামে এক সিনেমাপ্রেমী বলেন, ফেসবুকে প্রচার দেখেই জায়েদের সিনেমাটি দেখার আগ্রহ হয়। উনি কেমন অভিনয় করেন দেখার ইচ্ছা ছিল। তার অভিনয় অনেক ভালো লেগেছে।

 

আরেক দর্শক বলেন, কোনো সিনেমা দেখার প্ল্যান ছিল না। সামনে দেখলাম ‘সোনার চর’। আগে কখনও জায়েদের সিনেমা দেখা হয়নি। প্রথমবার দেখলাম। উনি অনেক ভালো অভিনয় করেন।

 

সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন নবাগতা স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD