1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

আইপিএলকে ‘না’ বলার কারণ জানালেন জাম্পা ও রয়

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল অ্যাডাম জাম্পার। তবে নিজের ইচ্ছাতেই নাম প্রত্যাহার করে নেন অজি এই লেগি। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে না খেলার কারণ জানিয়েছেন তিনি।
আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরোপুরি চাঙ্গা থাকতে আইপিএল খেলছেন না বলে নিশ্চিত করেছেন জাম্পা। এবারের আসরে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলার কথা ছিলো জাম্পার।
উইলো টক পডকাস্টে জাম্পা বলেন, ‘বেশ কিছু কারণেই এবারের আইপিএল আমার পক্ষে ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এটি বিশ্বকাপের বছর। কিন্তু ২০২৩ সালে অনেক বেশি  খেলার চাপে আমি বিধ্বস্ত।’

 

 

এবারের রাজস্থান দলে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্রা চাহেলের মতো স্পিনার আছে। তাদের উপস্থিতিতে একাদশে সুযোগ পাওয়া কঠিন হতো বলেও ইঙ্গিত দেন জাম্পা। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়েছি। এছাড়াও বেশ কিছু সমীকরণ বিবেচনায় নিতে হয়েছে। একাদশে জায়গার জন্য লড়তে হবে ও পরিবারের কথা বিবেচনায় ভারতে ৯ সপ্তাহ কাটানো সহজ নয়।’
শুধু এটুকুই নয়, আরও অনেক কারণ রয়েছে নাম তুলে নেওয়ার নেপথ্যে। জ়াম্পার কথায়, “আমার ছোট একটা পরিবার রয়েছে। সেটা ফেলে ৯ সপ্তাহ ভারতে কাটাতে পারব না। জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার জন্যও লড়াই করছি। এমন নয় যে নিজেকে এটা বলতে পারব যে বিশ্বকাপের আগে ১৪টা ম্যাচ খেলে নিজেকে তৈরি করছি। জানি না দুটো, না চারটে না ছ’টা ম্যাচে খেলতে পারব। বিশ্রাম নেওয়া এবং পরিবারকে সময় দেওয়ার জন্যই খেলতে চাইনি।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD