লিওনেল মেসি জাদুকরী ফুটবলারের নাম, মেসির পায়ের ভেলকি দেখতে উন্মুখ মেসি ভক্তরা। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছে মেসি, তাইতো, সংবাদ সম্মেলন মেসি জানিয়েছে, শেষ বিশ্বকাপটা ভালো খেলার।
আর্জেন্টিনা দলের তারকা ফুটবলারার ইচ্ছা কাতার বিশ্বকাপে সেরাটা খেলার, মেসি সংবাদ সম্মেলনে আরো বলেন, আমি জানি না ফর্মে আছি কি না, শেষ বিশ্বকাপটা চাইব বেস্ট খেলতে।
মেসি আশা প্রকাশ করেন, দলের সবাই নিজের সেরা খেলাটা খেলবেন কাতার বিশ্বকাপে।
মেসি তার দলের খেলোয়াড়েরদের উদ্দেশ্যে বলেন, কাতার বিশ্বকাপ মেসির মত তার টিমের অনেকের শেষ বিশ্বকাপ, সবাই চাইবে শেষটা অসাধারণভাবে খেলতে। আগামীকাল ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে বিকেল ৪টায় মাঠে নামবে লিওনেল মেসিরর আর্জেন্টিনা দল।