আইপিএলে আজ নিজেদের সপ্তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস।
পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের বর্তমান অবস্থান তিন নম্বরে। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচে তারা ৪টিতে জিতেছে। আসরের প্রথম দুই ম্যাচে জয়ের পর মাঝে টানা দুই পরাজয় দেখেছিল চেন্নাই। এরপর আবার দুই জয় তুলে নিয়ে তারা শীর্ষ চারের দৌড়ে ওঠে এসেছে। অন্যদিকে, টানা তিন জয়ের পর দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে লোকেশ রাহুলের লখনৌ। এখন পর্যন্ত ৬ ম্যাচে তিন জয় নিয়ে টেবিলে তাদের অবস্থান পাঁচে।
চলমান আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরাহর সঙ্গে শীর্ষে আছেন টাইগার এই পেসার। যদিও খুব বেশিদিন আর চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন না তিনি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ।
এদিকে চেন্নাই আজ নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। ড্যারেল মিচেলের জায়গায় এসেছেন মঈন আলী, শার্দুলের পরিবর্তে দীপক চাহার।