1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একসঙ্গে ৬ সন্তান প্রসব

  • প্রকাশিতঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

 বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির জেলা সদর হাসপাতাল। সেখানে একইসঙ্গে ৬টি শিশুর জন্ম দিয়েছেন জিনাত বিবি নামের এক নারী। মা ও শিশু সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

পাঞ্জাবের রাওয়ালপিন্ডি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টাস হাসপাতালে তিনি এ ছয় সন্তান প্রসব করেন। জিনাত বিবি ও তার ছয় সন্তান সুস্থ আছে।

গতকাল শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, জিনাত বিবি ও তার স্বামী ওয়াহিদ রাওয়ালপিন্ডির হাজারা কলোনিতে বাস করেন। একসঙ্গে ছয়টি সন্তানের মা-বাবা হলেন তারা। এসব সন্তানের মধ্যে চারটি ছেলে এবং দুটি মেয়ে রয়েছে।

হাসপাতালটির চিকিৎসকরা বলেছেন, জন্মের সময় নবজাতকদের ওজন ছিল স্বাভাবিক, তারা সুস্থ আছে। সুস্থ আছেন তাদের মা জিনাত বিবিও। ছয় নবজাতক সুস্থ থাকলেও বাসায় নেওয়ার আগ পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হবে।

একসঙ্গে ৬টি সন্তান জন্ম হওয়াকে ইংরেজিতে সেক্সটুপ্লেটস বলা হয়। সাধারণত এমন ঘটনা ঘটে না। সাম্প্রতিক বছরগুলোতে একসঙ্গে একাধিক সন্তান জন্ম দেওয়ার জন্য উর্বরতাবিষয়ক ওষুধের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বহু চিকিৎসক তা ব্যবহার না  করাকে উত্তম বলে সতর্ক করেছেন। এটা বিভিন্ন রকম হয়। এক্ষেত্রে আলাদা ছয়টি ডিম্বাণু শুক্রানুর সঙ্গে নিষিক্ত হতে পারে।

আবার অন্য সেক্সটুপ্লেটসগুলো একই রকম হয়। অর্থাৎ একটি উর্বর ডিম্বাণু বিভক্ত হয়ে অনেক ভ্রূণ সৃষ্টি করে। কখনো কখনো এই ডিম্বাণু বিভক্তি একাধিকবার হতে পারে। ফলে তা থেকে তিনটি বা কখনো কখনো ছয়টি শিশুর জন্ম হতে পারে। এক্ষেত্রে একই রকম কয়েকটি জমজের জন্ম হতে পারে। সেক্সটুপ্লেটস পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুরা সবাই ছেলে, মেয়ে অথবা উভয়ের মিশ্রণে জন্ম নিতে পারে। আইডেনটিক্যাল বা একই রকম ভ্রূণ তৈরি করে যে শিশুর জন্ম হয়, তাদের একই লিঙ্গ হতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD