এবারের আসরের ৩৯তম ও নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন লক্ষ্ণৌর অধিনায়ক লোকেশ রাহুল। ডিউ ফ্যাক্টরের কারণে তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে আগে ব্যাট করবে চেন্নাই।
৭ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই আছে টেবিলের চতুর্থ স্থানে। আর সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ আছে পঞ্চম স্থানে। আজ জিতে এগিয়ে যাওয়ার সুযোগ উভয় দলের সামনে।