বরিশালের বাবুগঞ্জের উপজেলা দেহেরগতি ইউনিয়নের রানু দিয়া গ্রামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করছে অস্ত্রধারীরা। সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মারুফা বেগম নামে এক গৃহবধূকে নারকীয়ভাবে গলাকেটে হত্যা করে অস্ত্রধারীরা।
স্ত্রীকে বাঁচাতে অস্ত্রধারীদের তোপের মুখে পড়ে ছুরিকাঘাতে আহত হন মারুফা বেগমের স্বামী বিএনপির নেতা ও সদস্য সচিব মিলন খান। অস্ত্রধারীধারীরা টার্গেট করেছিল বিএনপি নেতা মিলন খানকে হত্যা করতে কিন্তু ঘটনাস্থলে মিলন খানের স্ত্রী বাঁধা দিলে মিলন খানকে হত্যা না করে তার স্ত্রী মারুফাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
আহত মিলন খানকে গুরুতর আহত অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন খানের ভাই সবুজ খান বলেন, খুনিরা রাতের আঁধারে বাসার দরজার তালাভেঙ্গে আমার ভাই মিলনকে হত্যা করতে আসে আমার ভাবি মারুফা বেগম বাঁধা দিলে ভাইকে হত্যা না করে ভাবিকে হত্যা করে। ঘটাস্থল পরিদর্শন করে বাবুগঞ্জ থানার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম জানায়, নিহত মারুফা বেগমের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকান্ডের আলামত দেখে ধারনা করা হচ্ছে, এটি পূর্ব পরিকল্পিত হত্যা কান্ড। খুনিরা পালিয়ে গেলও তাদের গ্রেফতার করার সর্বাত্বক চেষ্টা চলছে।