এবার গুজরাট টাইটান্সের বিপক্ষে এই পিচেই দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের এম চিদাম্বরামে আজ আরও একবার নিজের বোলিং ঝলক দেখানোর সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এই পেসার। তুলনামূলক ধীরগতির এই মাঠে ফিজের পারফরম্যান্স এবারের আসরে চোখে পড়ার মতোই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন ফিজ।
টেসে জিতে এদিন আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। রানতাড়ার ক্ষেত্রে তাই বেশ বড় পরীক্ষা অপেক্ষা করছে ফিজের জন্য।
.